সংবাদদাতা, বারাসত- ৮০বছরের এক বৃদ্ধার ওপর অ্যাসিড ছুঁড়ল ৭৫বছরের এক বৃদ্ধ। বুধবার প্রকাশ্যে এই ঘটনা ঘটল হাবরা স্টেশনে। এই ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়ায়।জখম বৃদ্ধাকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।ধৃতের নাম মনোরঞ্জন দাস।পেশায় ফল বিক্রেতা। অন্যদিকে জখম বৃদ্ধার নাম স্বর্ণ ব্যাপারী।তিনি আবার ফুল বিক্রেতা। দুজনেই হাবরা স্টেশনে বসেই ব্যবসা করেন।বেশ কিছুদিন থেকেই তাদের মধ্যে বিবাদ চলছিল। সেদিন হঠাৎ মনরঞ্জন বৃদ্ধাকে মারধোর শুরু করে।তারপর তার গায়ে অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। পরে স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান।অপরদিকে বৃদ্ধের বক্তব্য , বৃদ্ধা নাকি ঝাড়ফুঁক, তুকতাক করে বৃদ্ধের ব্যবসার ক্ষতি করছিল।তাই সে এমন কান্ড ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।