সংবাদদাতা,মালদা-সেচ দপ্তরের দুই কর্মীর গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুস্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত সেচ দপ্তরের দুই কর্মী। আহত গাড়ির চালকও। ঘটনা মালদার মানিকচকের ভুতনি থানার কেশরপুর গ্রামের।
শনিবার দুপুর একটা নাগাদ সেচ দপ্তরের দুই কর্মী চিরঞ্জীব মিশ্র ও মহম্মদ আলামগীর গঙ্গার ভাঙন রোধের কাজ পর্যবেক্ষণে কেশর পুর যাচ্ছিলেন। ভাঙন রোধের কাজ যেখানে চলছে সেখান থেকে সামান্য দূরেই তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুস্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন চিরঞ্জীব ও আলমগীর।তাঁদের প্রথমে মানিকচক হাসপাতালে আনা হয়।পরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ভুতনি হীরানন্দপুর অঞ্চলের কেশরপুরে চলছে গঙার ভাঙ্গন রোধের কাজ। প্রায় 36 কোটি টাকা ব্যয়ে সেচ দপ্তর দপ্তরের উদ্যোগে চলছে এই কাজ। পুলিশের প্রাথমিক সন্দেহ ঠিকাদারির বরাত পাওয়া এবং এলাকার কিছু সমাজবিরোধীদের তোলা আদায়কে কেন্দ্র করে এই ঘটনা। গঙ্গার ওপারেই ঝাড়খণ্ড।সেই রাজ্যেরও কিছু সমাজবিরোধীদের অবাধ যাতায়াত। নিয়মিত তোলাবাজিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে এই এলাকায়। ভুতনি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।