মালদা- আবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু।মৃত শ্রমিকের নাম রেজাউল সেখ (২৭)।বাড়ি মালদার রতুয়ার বাহারালের কসবা এলাকায়। উড়িষ্যার ভুবনেশ্বরে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে রেজাউলের। এই ঘটনায় তীব্র উত্তেজনা মালদার রতুয়াতে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত ভুবনেশ্বরে বিদ্যুৎএর কাজ করতে ঠিকাদারের মাধ্যমে গত তিনমাস আগে যায় রেজাউল। তার পরিবারের দাবি তার নামে বীমাও করানো হয়। গত শনিবারও তার সাথে কথা হয় তার পরিবারের সঙ্গে। তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ, বিদ্যুৎ এর কাজ করানোর জন্যে তাকে জোর করে একটি বিদ্যুৎ এর খুঁটিতে তোলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই। এরপর খুঁটিতে উঠেই তড়িতাহত হয়ে মৃত্যু হয় রেজাউলের। এই ঘটনার তদন্তের দাবি করেছে রেজাউলের পরিবার।