নিউজ ডেস্ক- ”সন্ত্রাসের বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের সময় হয়ে এসেছে।” আমেরিকার মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের নাম না করে হাউডি মোদির মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি। তার ভাষায়, ”ভারত যা করছে, তাতে কিছু লোকের সমস্যা হচ্ছে, যারা নিজেদের দেশ সামলাতে পারছে না। সন্ত্রাসবাদের সমর্থক। সন্ত্রাসকে কোলেপিঠে মানুষ করে। ওদের পরিচয় গোটা দুনিয়া জানে। আমেরিকায় ৯/১১ বা মুম্বইয়ে ২৬/১১ হামলার চক্রীরা কোথায় পাওয়া যায়? সন্ত্রাসের বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের সময় এসে গিয়েছে।”
পাকিস্তানের নাম না করে মোদি আরও বলেন, ”ভারতের প্রতি ঘৃণাই ওদের রাজনীতির পুঁজি। ওরা অশান্তি চায়। সন্ত্রাসের সমর্থক।”
মোদির বক্তব্যের আগে সন্ত্রাসবাদের মোকাবিলার বার্তা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, ”দুই দেশ একসঙ্গে যুদ্ধকৌশলের মহড়া দিয়েছে। উগ্র ইসলামিক সন্ত্রাসবাদকে রুখে দেবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।”