নিজস্ব সংবাদদাতা – বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যের মধ্যেই তুমুল হট্টগোল শুরু করে দেন বিরোধীরা। বিলের বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি।
বিরোধীদের শান্ত করতে গিয়ে অমিত শাহ বললেন, বিলে কী রয়েছে তা পরে আলেচনা হবে। আগে বিল পেশ হোক। এনিয়ে বিতর্ক ও আলোচনার জন্য যথেষ্ট সময়ও দেওয়া হবে। তখনই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। সেই সময় আবার দয়া করে ওয়াকআউট করবেন না। আপনারা যে বলছেন এই বিল সংখ্যালুঘ স্বার্থের বিরুদ্ধে তা আদপেই সঠিক নয়। এই বিল ১ শতাংশও সংখ্যালঘু বিরোধী নয়। পেশ হলেই সেটা বোঝা যাবে।