মালদা- মায়ানমার থেকে আনা ৩ লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ।
কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আমিরুদ্দিন শেখকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার ভয়ঙ্কর মাদক, ৩ লক্ষ ইয়াবা ট্যাবলেট। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। আজ STF গ্রেফতার করে আমিরুদ্দিনকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। বিগত কিছুদিন ধরেই এই মাদক পাচার চক্রের হদিশ করতে অভিযান চালাচ্ছিল মালদা জেলা পুলিশ।