নিউজ ডেস্ক – এবার বোতলে করে পেচ্ছাপ ছেটালেন কোয়ারেন্টাইনে থাকা তবলিগি সদস্যরা। মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ দিল্লির দ্বারকা অঞ্চলের একটি বাড়ির দিকে একটি বোতলে মূত্র ভরে ছুড়ে মারা হয়। ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, উল্টো দিকের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা একদল জামাতি এই কাণ্ড ঘটিয়েছে। মঙ্গলবার রাতেই তাঁরা দ্বারকা থানায় অভিযোগ দায়ের করেছেন।
এফআইআর -এর বয়ান অনুযায়ী, দ্বারকার ১৬বি সেক্টরে কোয়ারেন্টাইনে থাকা জামাতিরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কাজ করেছেন। গোটা ঘটনা রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছেনৱ এক অভিযোগকারী।
নিউজ ডেস্ক – এবার বোতলে করে পেচ্ছাপ ছেটালেন কোয়ারেন্টাইনে থাকা তবলিগি সদস্যরা। মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ দিল্লির…
Bengal Correspondent यांनी वर पोस्ट केले बुधवार, ८ एप्रिल, २०२०
এর আগেও একদল জামাতির বিরুদ্ধে গাজিয়াবাদের হাসপাতালে অভাব্যতা, নার্সদের যৌন হেনস্থা, থুতু ছেটানোর অভিযোগ ওঠে।
এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৯৪ জন।এখনও পর্যন্ত নিজাম যোগে আক্রান্ত হয়েছেন অন্তত ১৪৪৫ জন। আক্রান্তদের সংস্পর্শে আসা কয়েক হাজার মানুষকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণের অধীন রাখা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯ জন।