নিউজ ডেস্ক- হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
এক সপ্তাহ চিকিত্সা চলেছে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন তিনদিন। অবস্থা বেশ সংকটজনক হয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে অবস্থার উন্নতির পর করোনা থেকে সেরে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, ‘সেরে উঠছেন প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী, এখনই কাজে ফিরবেন না প্রধানমন্ত্রী।’
তাঁর খুব ভালো যত্ন নেওয়ার জন্য সেন্ট থমাসের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন জনসন। পাশাপাশি যাঁরা এখনও আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।