নিউজ ডেস্ক- বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হলেন মুকুল রায়, বড় পদে অনুপম হাজরাও।
সর্বভারতীয় স্তরে মুকুল রায়কে বড় পদ দিল বিজেপি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা করেছেন। আর তাতে দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে মুকুলকে। সেই সঙ্গে বড় পদ পেয়েছেন অনুপম হাজরাও। তাঁকে দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। অনুপমও মুকুলের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন।
মুকুলের পাশাপাশি বড় পদ পেয়েছেন তাঁর ‘অনুগামী’ অনুপম হাজরাও। অনুপমকে বিজেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। বোলপুরের প্রাক্তন সাংসদ ২০১৯ লোকসভায় যাদবপুর থেকে প্রার্থী হন। কিন্তু সেবারে মিমি চক্রবর্তীর কাছে বিরাট ব্যবধানে হারতে হয় তাঁকে। তারপর থেকে ততটা সক্রিয় ছিলেন না দলে। এবার তাঁকেও দেওয়া হল বড় পদ। এছাড়াও জাতীয় মুখপাত্র প্যানেলে রাখা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তাকে।