নিউজ ডেস্ক – ট্রাম্প জামানার অবসান, মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসন।
মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হল জো বাইডেনের নাম। ভাইস প্রেসিডেন্ট হতে চলেছে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসন। মার্কিন মসনদ দখলে প্রয়োজনীয় সংখ্যা ছিল ২৭০। এদিন পেনসিলভেনিয়ায় জয়লাভ করেই সেই ম্যাজিক অঙ্ক জোগাড় করে ফেলতেই সুনিশ্চিত হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প জমানার অবসান ঘটিয়ে মসনদে বসতে চলেছেন বাইডেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাইডেনের সংগ্রহ ২৭৩ টি ইলেক্টোরাল ব্যালট।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই দেশের করোনা পরিস্থিতি সামাল দেওয়াকেই তিনি সর্বাধিক অগ্রাধিকার দেবেন, আজ জানান জো বাইডেন৷ পাশাপাশি, অর্থনীতিকে চাঙ্গা করা, বর্ণ বৈষম্য দূর করার দিকেও তিনি জোর দেবেন বলে দাবি বাইডেনের৷