মালদা- চমকে দেওয়ার মতো মহা মিছিল। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরে মালদা জেলা তৃণমূলে যখন টালমাটাল পরিস্থিতি, কোন কোন নেতা দল ত্যাগ করবেন সেই নিয়ে উদবেগ, বার বার রুদ্ধদ্বার বৈঠক করতে হচ্ছে, ঠিক তখনই হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে চমকে দেওয়ার মতো মহা মিছিল আর জনসভা করল মালদা যুব তৃণমূল। যার সবটুকু কৃতিত্বই যায় যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাসের। জেলা নেতাদের মধ্যে সর্ব কনিষ্ঠ হলেও সংগঠনে তাঁর কবজির জোর কতটা সেটাই আজ প্রমাণ করে দিলেন।
মূলত কৃষি বিলের প্রতিবাদে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে ওই ঐতিহাসিক মহামিছিল হয়। যুব সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে মালদা কলেজ ময়দান থেকে এই ঐতিহাসিক মহামিছিল শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। জেলার প্রতিটি ব্লক থেকে হাজার হাজার যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশ নিয়েছিলেন এই মহামিছিলে। মিছিল শেষে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। জনসভায় বেশ কয়েকজন বিজেপির ব্লক স্তরের নেতা কর্মী যোগদান করেন তৃণমূলে। এই মহা মিছিল ও জনসভা ইতিমধ্যেই ভাবাতে শুরু করেছে গেরুয়া শিবিরকে।