মালদা- জঙ্গি তৎপরতা বৃদ্ধি, হামলার আশঙ্কা। রেলের মালদা ডিভিশনকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা। হাই অ্যালার্ট জারি।সিসিটিভিতে মনিটরিং করা হচ্ছে মালদা ডিভিশনের চারটি স্টেশনকে। তড়িঘড়ি নিরাপত্তার চাদরে মূড়ে ফেলা হয়েছে মালদা ডিভিশনের বিভিন্ন স্টেশন।
গোয়েন্দা সূত্রে খবর ২৬ জানুয়ারিকে লক্ষ রেখে ৬-৭ জন জেএমবি সদস্যের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এই ডিভিশনের বিস্তীর্ণ এলাকায়। মালদা ডিভিশনের চারটি গুরুত্বপূর্ণ স্টেশন মূল লক্ষ তাঁদের। মালদা টাউন ষ্টেশন ছাড়াও নিউ ফারাক্কা, সাহেবগঞ্জ এবং ভাগলপুর স্টেশন। আরপিএফের নিজস্ব ইন্টেলিজেন্স এজেন্সিও চূড়ান্ত সতর্কতার কথা জানিয়েছে।এরপরেই তড়িঘড়ি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে মালদা ডিভিশনের বিভিন্ন স্টেশন।